তৃতীয় রাউন্ডে উঠে ‘আরও ইতিহাস গড়ার’ প্রত্যয় জোকোভিচের

উইম্বলডনে ব্রিটেনের আশার আলো নিভিয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের মিশনে দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ ওয়াইল্ড কার্ড ড্যান ইভান্সকে উড়িয়ে দিলেন সার্ব তারকা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে নেমে যাওয়া জোকোভিচ এদিন সেন্টার কোর্টে দারুণ ফর্ম দেখান। ২০২২ সালের পর প্রথমবার ঘাসের কোর্টে শিরোপা জয়ের লক্ষ্য সাতবারের চ্যাম্পিয়নের। অল ইংল্যান্ড ক্লাবে এক ঘণ্টা ও ৪৭ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-২, ৬-০ গেমে জিতেছেন তিনি।

প্রথম রাউন্ডে আলেক্সান্দ্রে মুলারের বিপক্ষে চার সেটে জয়ের ম্যাচে পেটের সমস্যায় ভুগছিলেন জোকোভিচ। ম্যাচ শেষে জানান, ‘অলৌকিক ওষুধ’ খেয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তবে ইভান্সের বিপক্ষে কোনও সমস্যায় পড়তে হয়নি তাকে।

এই বছর অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া জোকোভিচ বললেন, ‘আবারও সেন্টার কোর্টে ফিরতে পেরে খুশি। প্রত্যেকে জানে এটা একটা বিশেষ আবহ। ব্রিটেনে একজন ব্রিটিশের মুখোমুখি হওয়া কখনও সহজ নয়। যদি নিজের মতো খেলতে না পারেন তাহলে ড্যান ইভান্স অনেক সমস্যা তৈরি করতে পারে। আমি জানতাম আমাকে কী করতে হবে, সেটাই ভালোভাবে প্রয়োগ করেছি।’

উইম্বলডনে ৯৯তম জয়ের পর জোকোভিচের কথা, ‘এর মানে আমি দীর্ঘদিন ধরে খেলছি। আমি এখনও উপভোগ করছি এবং এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। উইম্বলডন এখনও আমার কাছে বিশেষ টুর্নামেন্ট। ছোটবেলা থেকে আমি এটি জেতার স্বপ্ন দেখতাম। এখানে কোনও ইতিহাস গড়তে পারা আমার জন্য খুব বিশেষ কিছু।’

অষ্টম শিরোপা জিতে উইম্বলডনে রেকর্ড চ্যাম্পিয়ন রজার ফেদেরারের পাশে বসতে চান সার্ব তারকা।