উইম্বলডনে জয়ের সেঞ্চুরিতে ‘ধন্য’ জোকোভিচ

সার্বিয়ান ডেভিস কাপ সতীর্থ মিওমির কেচমানোভিচকে দাপট দেখিয়ে হারালেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে উইম্বলডনে জয়ের সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

অল ইংল্যান্ড ক্লাবে টুর্নামেন্ট শুরুর আগে জোকোভিচ বলেছিলেন, অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্টের ২৪টি মেজর জয়ের কীর্তিকে ছাপিয়ে যাওয়ার সেরা সুযোগ এবার। লন্ডনে সাতবার ট্রফি জেতা এই সার্ব ২০২৩ সালে শেষ গ্র্যান্ড স্লাম জেতেন।

তবে এবারের উইম্বলডনে ঝলক দেখাচ্ছেন ৩৮ বছর বয়সী তারকা। শেষ দুটি ম্যাচে মাত্র ১২ গেম হেরেছেন। তৃতীয় রাউন্ডে তো দুই ঘণ্টাও লাগেনি জিততে। স্বদেশী প্রতিপক্ষকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে হারালেন।

নয়বারের চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভা (১২০) ও পুরুষ এককে রজার ফেদেরারের (১০৫) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডনে শততম জয় পেলেন জোকোভিচ।

২০ বছর আগে অল ইংল্যান্ড ক্লাবে প্রথম ম্যাচ জেতা জোকোভিচ বললেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ের কাছে উইম্বলডন স্বপ্নের টুর্নামেন্ট। এখানে অনেকবার জেতার সৌভাগ্য হয়েছে আমার। আমার প্রিয় টুর্নামেন্টে যে ইতিহাসই গড়ি না কেন, নিজেকে ধন্য মনে করি।’

অষ্টম উইম্বলডন জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে জোকোভিচকে। ১৩ জুলাই ট্রফি জেতার জন্য বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড় ইয়ানিক সিনার ও বর্তমান চ্যাম্পিয়ন কার্লো আলকারাজের সামনে দাঁড়াতে হতে পারে তাকে।

আপাতত চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর।