মন্টে কার্লো শিরোপা জিতলেন নাদাল

মন্টে কার্লো শিরোপা জিতলেন নাদালআন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষ টেনিস তারকা রাফায়েল নাদাল আরেকটি শিরোপা জিতেছেন। সোমবার এটিপি ওয়ার্ল্ড ট্যুরে নিজের শততম ফাইনালে রাফায়েল মনফিলসকে হারিয়ে নবম মন্টে কার্লো মাস্টার্স শিরোপা ঘরে তুলেছেন এই স্প্যানিশ টেনিস তারকা।

২৯ বছর বয়সী নাদাল এই টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে অ্যান্ডি মারেকে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছিলেন। আর শিরোপার স্বাদ নিয়েছেন মনফিলসকে দুই ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৫-৭, ৬-০ সেটে হারিয়ে। ফরাসি টেনিস তারকা মনফিলস এই নিয়ে তৃতীয়বার মাস্টার্স ফাইনালে পরাজিত হলেন।

২০১৬ সালে প্রথম শিরোপার স্বাদ পাওয়ার পর নাদাল বলেছেন, 'সপ্তাহটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জয়টা প্রমাণ করে, অন্যদের চেয়ে আমি ভালো করছি।'

উল্লেখ্য, গত বছর মাত্র ৩টি শিরোপার স্বাদ পেয়েছেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। সোমবারের জয়টি ছিল তার ২৮তম মাস্টার্স শিরোপা। এর মাধ্যমে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

/এমআর/