ক্রাইস্টচার্চে সেরাটা আশা করেন কোচ

চন্ডিকা হাথুরুসিংহেপ্রথম টেস্টে শুরুতে ব্যাটসম্যানদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোই হতাশ। তার মতে বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের কাছ থেকে সেরাটা পাননি তিনি।
কোচ ব্যাটসম্যান-বোলার সবার কাছে সেরাটা আশা করেন ক্রাইস্টচার্চ টেস্টে। লঙ্কান কোচ আরও বলেন, ‘এ উইকেটে যে দল টস জিতবে তারা প্রথম বল হাতে নেবে। টসে জিতলে আমাদের বোলারদেরও তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার ক্রাইস্টচার্চ টেস্ট যখন শুরু হবে তখন এখানকার তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে। এরসঙ্গে থাকবে বাতাসের দাপট। এসব বাংলাদেশ দলের খেলায় কোনও প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে কোচ বলেন, ‘পরিবেশের তো একটা প্রভাব থাকবেই। কিন্তু এটি কোনও অজুহাত হতে পারে না। এখানকার দলগুলো অনেক গরম আবহাওয়ার মধ্যে উপমহাদেশে খেলতে যায়।’

/এফএইচএম/