ওয়েলিংটনের হারে হাথুরুসিংহের কাঠগড়ায় ব্যাটসম্যানরা

 

চন্ডিকা হাথুরুসিংহেএখনও চলছে ওয়েলিংটন টেস্ট নিয়ে কাটাছেঁড়া। প্রথম ইনিংসে ৫৯৫ রানের পরও যে দল দ্বিতীয় ইনিংসে তালগোল পাকিয়ে হারে তাদের নিয়ে আলোচনা-গবেষনা কি এত সহজে থামে?

বুধবার বাংলাদেশ দলকে অনুসরণ করা বাংলাদেশি সাংবাদিকরা ওয়েলিংটন টেস্টের পর প্রথমবারের মতো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে মিডিয়া ব্রিফিংয়ে সামনে পেয়েছিলেন। সেখানেও ঘুরেফিরে আসে ওয়েলিংটন টেস্টে হার। ওই হারের জন্য অধিনায়কের মতো কোচও ব্যাটসম্যানদের দুষলেন, বললেন, ‘প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা অবিস্মরণীয় দায়িত্ব পালন করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা পারেনি।’

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে সাকিবের শূন্য রানে আউট হওয়ার বিষয়টি কোচকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি আর এ নিয়ে দলের সমস্যা বাড়াতে চাননি, ‘আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দেব না। শুধু বলব দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি।’

/এফএইচএম/