রাব্বির জোড়া আঘাতে নিউজিল্যান্ডের নেই ২ উইকেট

rabbi

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এখন মেঘলা আবহাওয়া। বাংলাদেশ দলের আবহাওয়ায় রোদ হাসালেন কামরুল ইসলাম রাব্বি। শনিবার বল হাতে নিয়েই নিজের দ্বিতীয় বলে জিত রাভালকে বোল্ড করে ফেরান রাব্বি। দুই বল পর মানে চতুর্থ বলে আবার উইকেট, এবার তার শিকার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এটিই দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের প্রথম ও দ্বিতীয় আঘাত। কিউই অধিনায়ক ফিরে যান মাত্র ২ রানে। সফরকারীদের স্কোর ২ উইকেটে ৫৩ রান।

মেঘলা শনিবার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর বাংলাদেশ দুটি ক্যাচ না ফেললে হয়তো এই রোদ হাসতো আগেই। প্রথম ক্যাচটি ফেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ক্যাচটি ফেলেন সাব্বির রহমান। এই সহজ দুটি ক্যাচ মিস না করলে দলের ঝুলিতে আগেই দুটি উইকেট থাকতো।

আবহাওয়ার পূর্বাভাসে আছে সারাদিনই এখানে এই মেঘলা আবহাওয়া চলবে। তবে বৃষ্টি হতে পারে বিকাল পাঁচটার দিকে। রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পূর্বাভাসে। এখানকার পূর্বাভাস অবশ্য ক্ষণেক্ষণে বদলায়।

/কেআর/