সিংহলিজে আপাতত বৃষ্টির শঙ্কা নেই

260841.3কিছুক্ষণের মধ্যে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে দুই দল মাঠে ওয়ার্মআপ সেরে নিচ্ছে। বাংলাদেশ সময় সকাল দশটায় টস করতে নামবে দুই দলের অধিনায়ক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে দশটায়।

সিংহলিজের উইকেটে হালকা সবুজ ঘাস রয়েছে। আগের দুই ম্যাচের একাদশ থেকে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অধিনায়ক মাশরাফি তার দুই পেসার তাসকিন ও মুস্তাফিজের উপরই ভরসা রাখছেন।

হাইস্কোরিং এই মাঠে টস জেতটা খুব গুরুত্বপূর্ণ। আগে যে জিততে এই ধরনের উইকেটে ব্যাটিং করার চেষ্টা করবে। দিনের ম্যাচে সাধারণত আগে ব্যাটিং করা গুরুত্বপূর্ণ।

স্থানীয় সময় ৯টার দিকেই মাঠে আসে দুই দলের খেলোয়াড়রা। লঙ্কান কোচ-নির্বাচক পাখির চোখ করছিলেন উইকেটকে। সিরিজে ফিরতে মরিয়া শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন লড়াইয়ে বসতে হবে বাংলাদেশকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে রয়েছে বৃষ্টির শঙ্কা। যদিও এই মুহূর্তে আকাশ ঝকঝকে পরিষ্কার। তবে দুপুর পরে বৃষ্টি নামার জোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া রিপোর্টে অন্তত সেটাই জানাচ্ছে।

/আরআই/এফএইচএম/