X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দ্রুত কোটিপতি হওয়ার মানসিকতা পরিহারের আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ১৯:০০আপডেট : ২৬ মে ২০১৬, ১৯:০০

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে ব্যবসায়ী ও শিল্প মালিকদের দ্রুত কোটিপতি হওয়ার মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, অনেকে তাড়াতাড়ি কোটিপতি হতে গিয়ে পণ্যের মান খারাপ করেন এবং ওজনে কম দেন। কিছু ব্যবসায়ীর এ ধরনের কর্মকাণ্ড শুধু তাদের নিজেদের নয়, দেশ ও জাতির জন্যও ক্ষতিকর।

বৃহস্পতিবার বিশ্ব ওজন দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, চার দলীয় জোট সরকার আমলে চিংড়ি মাছে লোহা ভরে ওজন বাড়িয়ে ইউরোপে বিক্রি করেছিল এদেশের কিছু ব্যবসায়ী। ফলে ছয় বছর এদেশ থেকে চিংড়ি নেয়নি তারা (ইউরোপ)।এতে চিংড়ি ব্যবসায়ীদের চেয়ে দেশের ক্ষতি হয়েছে বেশি।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের ফলে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে পণ্যের মান ধরে রাখা (চেইন অব স্ট্যাবলিটি) সম্ভব হচ্ছে। ইতোমধ্যেই ভারতে বাংলাদেশের ২৭টি পণ্য অ্যাক্রিডিটেশন লাভ করেছে।

বিএসটিআই কর্মকর্তাদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, সরকারি এ প্রতিষ্ঠানকে আরও বেশি গতিশীলতার সঙ্গে কাজ করতে হবে। উন্নত বিশ্বে উদ্ভাবিত নতুন পরিমাপকগুলোকে দেশে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলেই কেবল শিল্প ও রফতানি প্রসারিত হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সাড়ে ১৪শ’ বছর আগে হজরত মুহাম্মদ (স.) সঠিক মাপ সম্পর্কে বলে গেছেন। ওজনে সঠিক পরিমাণ দেওয়ার জন্য বলে গেছেন তিনি। এতো বছর পরও তার সেই কথার গুরুত্ব আজ আমরা বুঝতে পারছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবক্ষেত্রে বৈজ্ঞানিক উপায় ও ডিজিটাল প্রযুক্তি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা এখন বাস্তবায়িত হচ্ছে। ওজন পরিমাপের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। অন্যান্য প্রযুক্তির সুবিধাও আমাদেরকে নিতে হবে।

/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ