X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ১৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১৫:৩৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৩:৫১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ২২১ কোটি ৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৩০ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৭২ কোটি ৭৫ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ২ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বাংলাদেশ, সিটি ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন এবং প্রিমিয়ার সিমেন্ট। 

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৩ কোটি ৫৮ লাখ টাকা।  গত রবিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৯ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ফিড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, ডোরিন পাওয়ার, ফার কেমিক্যাল।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট