X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে বেড়েছে ৩১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৯

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২০ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ৭২ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ০৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ২৬ লাখ টাকা টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ২০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, অ্যাকমি ল্যাবরেটরিজ, সিঙ্গার বিডি,  শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ডোরিন পাওয়ার, মবিল যমুনা এবং ন্যাশনাল টিউবস।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৭২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৯ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, কেডিএস অ্যাক্সেসরিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট