X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ এর যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৪:২০আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:২০

হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১ এর উদ্বোধন করছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ হোমট্রেড ভ্যাসেল মার্কেন্টাইল-৩১  এর যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেডের নির্মাণ করা এ ভ্যাসেলের উদ্বোধন করা হয়। সোনারগাঁওয়ের মেঘনাঘাটস্থ মেঘনা শিল্পপার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভ্যাসেলের উদ্বোধন করেন নৌ-পরিবহণমন্ত্রী শাহজাহান খান। প্রতিষ্ঠানের অ্যাড অ্যান্ড ক্রিয়েটিভ বিভাগের ডেপুটি ম্যানেজার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান,  নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসাইন, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স  অ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম. জামান (রুমেল), নারায়ণগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূইয়া, নারায়ণগঞ্জের এডিশনাল এসপি মতিয়ার রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচালক তানভীর আহমেদ মোস্তফা প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কেন্টাইল-৩১ মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ডে নির্মিত সবচেয়ে বড় হোমট্রেড ভ্যাসেল । ২০০৮ সালে স্থাপিত এ শিপ ইয়ার্ড এ কর্মরত আছে ২৭৫ জন দক্ষ জনবল। চীন, জাপান ও জার্মানির আধুনিক প্রযুক্তি সম্পন্ন এ শিপ ইয়ার্ডে জাহাজ তৈরির জন্য ব্যবহৃত হয় কোরিয়া, চায়না, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আমদানীকৃত উন্নতমানের কাঁচামাল। সাম্প্রতিক সময়ে এই শিপ ইয়ার্ডে নির্মিত হয়েছে ২ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন ১২টি অয়েল ট্যাঙ্কার যা বর্তমানে রাষ্ট্রায়ত্ব কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত। জাহাজ তৈরি ও মেরামতের জন্য এই শিপ ইয়ার্ডে আছে ২১২ মিটার দৈর্ঘের ২টি স্লিপওয়ে। ভবিষ্যতে মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড আরও ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ নির্মাণের পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রেখে চলেছে মেঘনা গ্রুপ। বাংলাদেশের জাহাজ নির্মান শিল্পে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছে দিন দিন। এর ফলে ভবিষ্যতে বৃহদায়তনের সমুদ্রগামী জাহাজ নির্মাণের পথ সুগম হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক