X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৪ শতাংশের বেশি ঋণ পান না নারী উদ্যোক্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ০২:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০২:২৭

 

 

টাকা বিশ্বের শ্রমিশক্তির ৪০ ভাগ নারী। উন্নত দেশগুলোতে ২৫ ভাগ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক নারীরা। বাংলাদেশে এ ক্ষেত্রে ১০ শতাংশেরও কম। উদ্যোক্তা হতে যেসব সামাজিক, রাষ্ট্রীয় ও আর্থিক সমর্থন প্রয়োজন, বাংলাদেশের নারীরা তা পান না। ব্যাংকগুলোর প্রতিবছর বিতরণকৃত ঋণের ৪ শতাংশের বেশি পান না তারা।  মঙ্গলবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্টারপ্রিনিয়ার্স বাংলাদেশের (এজিডব্লিউইবি) সভাপতি মৌসুমি ইসলাম।

আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। ‘নারী উদ্যোক্তা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে যৌথভাবে এজিডব্লিউইবি ও আইএফআইসি ব্যাংক। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহম্মেদ, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সারোয়ার বক্তব্য রাখেন। 

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ও গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জিইডিআই)-এর তথ্য অনুযায়ী, নারী উদ্যোক্তাবান্ধব সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বের ১৩২টি দেশের মধ্যে ১২৫ তম।

জিইডিআই’র তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। ৯৪তম অবস্থান নিয়ে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এরপর ৬৯তম অবস্থানে আছে ভারত। উদ্যোক্তা সূচকে সবচেয়ে বেশি এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এরপর আছে কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও সুইডেন। এই সূচকে বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে মৌরিতানিয়া, সিয়েরা লিওন, বুরুন্ডি ও চাদ।

একটি দেশের উদ্যোক্তাদের চিত্র, নতুন ব্যবসা শুরুর সুযোগ, নতুন উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও ঝুঁকি সহনশীলতা; অর্থনৈতিক স্বাধীনতা, এসব বিষয়ের ওপর ভিত্তি করে এ সূচক প্রকাশ করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে ভারত। এক বছরের ব্যবধানে দেশটি ২৯ ধাপ এগিয়ে এ বছর ৬৯তম অবস্থানে উঠেছে।

মূল প্রবন্ধে বলা হয়, নারী উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি হাতে তৈরি পণ্য বিক্রির কাজে নিয়োজিত। এই সংখ্যা মোট উদ্যোক্তার ৪৭ শতাংশ। পোশাক ও পণ্যের নকশার কাজে ২৮ শতাংশ, তৈরি পোশাক খাতে ১৩ শতাংশ এবং কৃষিজাত সংক্রান্ত ব্যবসার কাজে ১১ শতাংশ নারী উদ্যোক্তা নিয়োজিত। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের অনেক সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে তারা পারছেন না। ব্যাংকগুলো যে ঋণ দিচ্ছে, তার মাত্র ৪ শতাংশ পাচ্ছেন নারী উদ্যোক্তারা। 

 সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মৌসুমি ইসলাম বলেন, ‘বৈশ্বিক উদ্যোক্তা সূচকে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫ তম। এটি হতাশাজনক।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নারীরা অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। ইদানিং  বাধাবিপত্তির মধ্যেও তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছেন। এতে বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি, ব্যাংকিং সেবা না পাওয়া, পুরুষের তুলনায় শিক্ষাগত যোগ্যতা কম, দেরিতে ব্যবসা শুরু করা, পরিবারের দায়িত্ব, বাজার ও ঋণের পর্যাপ্ত তথ্য না থাকা।

 /জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে