X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ১০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫৬ কোটি ০৬ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে মঙ্গলবার লেনদেন কমেছে ৬২ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৭৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৭৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৪২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ব্র্যাক ব্যাংক, শাশা ডেনিমস, আরগন ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি কম, স্কয়ার ফার্মা এবং কাশেম ড্রাইসেল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬০ কোটি ৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৯ কোটি ০৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৮৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪ কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মাম বার্জার পেইন্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইফাদ অটোমোবাইল, সিটি ব্যাংক, মবিল যমুনা, কেয়া কসমেটিকস এবং ডেল্টা স্পিনিং।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল