X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৮, সিএসইতে বেড়েছে ৩৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৫:৫০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৫:৫০

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এ দিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন সামান্য কমেছে।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৭৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫২৬ কোটি ৬০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৯১ কোটি ৯ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫১ কোটি ৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৩ পয়েন্টে এবং ১১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডেসকো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফার কেমিক্যাল, এএফসি অ্যাগ্রো, ডোরিন পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, পেনিনসুলা হোটেল, ইফাদ অটোমোবাইল এবং বেক্সফার্মা।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৮৩ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৫১ কোটি ৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএসআরএম স্টিল, ডেসকো, বেক্সিমকো লিমিটেড, ফার কেমিক্যাল,  বিএসআরএম লিমিটেড, এসআলম কোল্ড রোল মিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট এবং ইয়াকিন পলিমার।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা