X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একনেক সভায় এক লাখ ২৩ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৯:৫৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ২০:৩৯

একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এক লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে  ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ  ৯টি নতুন ও  সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া  হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের প্রাক্কলিত ব্যয় হবে এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৪  হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১৮ হাজার ৮শত ৪৭ কোটি ২৩ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন  শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিববৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। পরিবেশের সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্য উন্নয়ন প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন দক্ষ বিজ্ঞানী ও সক্রিয় নাগরিক। এ পরিস্থিতিতে দেশে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তাই প্রাথমিকভাবে দেশের  সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনে বর্তমান প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তিনি জানান, জরাজীর্ণ সব সরকারি ভবন সংস্কার করার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন । দেশের মহাসড়কগুলোর নির্মাণ পরিকল্পনায় মহাসড়কের পাশে জলাধার ও মন্থরগতির যানবাহন বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চলাচল উপযোগী সাইড লেন রাখার নির্দেশ প্রদান করা হয় ।তিনি জানান, আমাদের বালুতে প্রচুর মূল্যবান খনিজ পদার্থ রয়েছে । বালু থেকে খনিজ পদার্থ আহরণে সম্ভাব্য লাভ-ক্ষতি কিংবা বিরূপ প্রভাব কী হতে পারে তা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন ।

একনেক সভায় অনুমোদিত ৯টি প্রকল্পের প্রথমটি হচ্ছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৬৪০ কোটি টাকা। দ্বিতীয়টি সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৮০৫ কোটি ৫৪ লাখ টাকা। তৃতীয়টি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২শ’ কোটি ৩৮ লাখ টাকা। চতুর্থটি বিসিএসআইআর এর আইএমএমএম-এ একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৩ কোটি ৩১ লাখ টাকা। পঞ্চমটি যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন-৭০৬) যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩২৮ কোটি ৯৩ লাখ কোটি টাকা। ৬ষ্ঠ প্রকল্পটি হচ্ছে বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের ১০ম কিলোমিটারে চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৫৭ কোটি ২১ লাখ টাকা। সপ্তম প্রকল্পটি হচ্ছে ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মান প্রকল্প।প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৪৮ কাটি ৫০ লাখ টাকা। এসব প্রকল্প পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

এছাড়াও ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পটিও একনেক বৈঠকে পাস হয়েছে। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৯৬ হাজার ৬৩৯ কোটি ১৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৩৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা।

/এসআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
বেসিস নির্বাচন: সদস্যদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল করতে চান সহিবুর রানা
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
প্রিমিয়ার লিগে ফিরছে লেস্টার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!