X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইপিজেডে ফের ট্রেড ইউনিয়ন চেয়েছে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৫:৫৫আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:০৪

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত কারখানাগুলোয় ট্রেড ইউনিয়ন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)‌। জবাবে বাংলাদেশ বলেছে, ট্রেড ইউনিয়ন নয়, সেখানে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হবে। তবে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাতে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারে সেই অধিকার থাকবে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধি দলের আলাপকালে এ বিষয়ে আলোচনা হয়।  

ইইউ এর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরনে লিটজ। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ও প্রতিনিধি দলটি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইইউ শ্রমিকদের বেতন নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা তাদের জানিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন শ্রমিকদের সর্বনিম্ন বেতন ছিল ১৬০০ টাকা। সেখান থেকে বাড়িয়ে প্রথমে সর্বনিম্ন বেতন ৩০০০ হাজার করা হয়। পরে ২২৩% বাড়িয়ে সর্বনিম্ন বেতন করা হয় ৫৩০০ টাকা। তবে ওভারটাইম ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রত্যেক মাসে তারা ৭ থেকে ৮ হাজার টাকা পায়। তবে কোনও কোনও ক্ষেত্রে ১০ থেকে ১৫ হাজার হয়। প্রতিবছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট হয়। আমরা ইইউ দলকে এসব তথ্য জানিয়েছি। তারা বিষয়টিকে ইতিবাচক বলেছে।’  

তোফায়েল আরও বলেন, ‘ইইউএর সঙ্গে আমাদের কোনও সমস্যা হবে না। ছোটখাটো মতভিন্নতা আলোচনার মাধ্যমে দূর করা যাবে। রানা প্লাজা ধসের পর সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেগুলোর ভূয়সী প্রসংসা করেছে ইইউ।’

/এসআই/এফএস/ 

আরও পড়ুন- 


মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার কথা জানে না চিকিৎসা কেন্দ্রগুলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ