X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘নাশকতা নয়, কর্মকর্তাদের গাফিলতিতেই বাংলাদেশ ব্যাংকে আগুন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৭:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:১৬

বাংলাদেশ ব্যাংকে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংক কর্মকর্তাদের নাশকতার পরিকল্পনা ছিল না, তবে তাদের গাফিলতি ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা) সমরেন্দ্র নাথ বিশ্বাস। তিনি এ ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের ওই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা আজ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যান। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের সিসিটিভি ফুটেজ দেয়নি।

আরও জানা গেছে, সিসিটিভির ফুটেজ দেখে কমিটি তদন্ত কাজ এগিয়ে নেবে। এছাড়াও তারা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছেন। তদন্ত কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে কী ধরনের ক্ষতি হয়েছে তার বিবরণ চেয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে উল্লেখ করে সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘কেটলির আগুন থেকেই মূলত আগুনের সূত্রাপাত হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’

গত  ২৩ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার মাসুদ বিশ্বাসের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে ওই কক্ষের ১০/১৫ শতাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে।  এ ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালকের (ঢাকা) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যাদের পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা।

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে