X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভ্যাট আইন বাস্তবায়নে এনবিআর চেয়ারম্যানের ৭ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ০৩:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৪:০৭

এনবিআর আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে ভ্যাট ও আয়কর বিভাগের সব কমিশনার ও মহাপরিচালককে সাত দফা নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। মঙ্গলবার (১৮ এপ্রিল) এক জরুরি বার্তায় তিনি এই নির্দেশনা দিয়েছেন।
এ প্রসঙ্গে নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভায় ব্যবসায়ী ও কর্মকর্তাদের উদ্দেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।’ এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নতুন ভ্যাট আইন বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ প্রশাসনে নিয়োজিত সব কমিশনার ও মহাপরিচালককে অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে কোনও ধরনের শৈথিল্য ও উদ্যোগহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ‘বাজেট বাস্তবায়ন ফোরাম (বিআইএফ)’-এর ৩৩তম সভায় কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের সব কমিশনার ও মহাপরিচালককে সাত দফা নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এই নির্দেশনাগুলো হলো—
১. সব চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিতে নতুন আইনের বিষয়ে ব্যবসায়ীদের আরও অধিকতর সচেতন করে তোলা এবং পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় TOT (ট্যাক্স অন টার্নওভার) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
২. নতুন ভ্যাট আইন বিষয়ে সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য অব্যাহতভাবে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে হবে।
৩. VAT Online প্রকল্প পরিচালিত Online Registration কার্যক্রমকে সফল করতে হবে।
৪. VOSC (Vat Online Service Center)-এর সুষ্ঠ পরিচালনা এবং ব্যবসায়ী ও সকল অংশীজনদের বিশেষভাবে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
৫. বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় নিয়মিতভাবে নতুন ভ্যাট আইন বিষয়ে উপস্থাপনা প্রদান ও সকল সরকারি-বেসরকারি দফতরের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব স্থাপন করতে হবে।
৬. আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ব্যাপারে সুসমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে এবং
৭. উল্লিখিত ছয়টি নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে ভ্যাট বিষয়ক অগ্রগতি সম্পর্কে প্রতি সপ্তাহে চেয়ারম্যানের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে হবে এবং মাঝে মধ্যে ‘ডিজিটাল সম্মেলন’ আয়োজন করতে হবে।

আরও পড়ুন-

স্বর্ণ আমদানির বৈধতা চায় জুয়েলার্স সমিতি

রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শিল্পমন্ত্রী


/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড