X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণ আমদানির বৈধতা চায় জুয়েলার্স সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২২:২১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২২:২১

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বাজুস নেতারা স্বর্ণ আমদানির বৈধতা চেয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এছাড়া ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ আমদানিতে শুল্ক ছাড় চায় সংগঠনটি। পাশাপাশি মোট বিক্রয়ের ওপর তিন শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় স্বর্ণ চোরাচালান রোধে ২০০ গ্রাম পর্যন্ত বিনাশুল্কে স্বর্ণ আমদানির সুযোগ প্রদান ও মূসক কমানোর সুপারিশ করেন বাজুস সহ-সভাপতি এনামুল হক শামীম। তিনি বলেন, ‘স্বর্ণ চোরাচালান বন্ধ করতে হলে এই শিল্পকে ট্যাক্সের আওতায় আনতে হবে।’
প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে ছিলেন বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগওয়ালাসহ কয়েকটি সংগঠনের নেতারা।
স্বাধীনতার এত বছর পরও স্বর্ণকে বৈধতার মধ্যে আনা সম্ভব হয়নি বলে আলোচনায় হতাশা ব্যক্ত করে বাজুস। সংগঠনের নেতারা জানান, এখনও স্বর্ণ সংগ্রহ করা হয় ফেরিওয়ালাদের (ব্যাগেজ রুলসে বিদেশ থেকে স্বর্ণ আনা ব্যক্তি) কাছ থেকে। এরপর রিস্লাইকিংয়ের মাধ্যমে তা রূপান্তর করে গহনা বানিয়ে বাজারজাতকরণ হয়।
আলোচনায় আরও উল্লেখ করা হয়, ভরিপ্রতি ৩০০ টাকা শুল্ক থাকাকালে প্রতিদিন স্বর্ণের মাধ্যমে ৪৫-৫০ লাখ টাকার রাজস্ব পেতো সরকার। কিন্তু শুল্ক তিন হাজার টাকা করার পর থেকে তেমন রাজস্ব আদায় হচ্ছে না।
স্বর্ণ আমদানি সহনীয় শুল্কের আওতায় আনা গেলে চোরাচালান বন্ধ হয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে বাজুস সহ-সভাপতি বলেন, ‘জাতিকে স্বর্ণ চোরাচালানের কলঙ্ক থেকে মুক্তি দিতে এমন শুল্ক নির্ধারণ করতে হবে যেন চোরাচালান নিরুৎসাহিত হয়। ভারতে চাহিদার ৮০ শতাংশ স্বর্ণ বাংলাদেশ থেকে চোরাচালানের মাধ্যমে যায়। বিনিময়ে ভারত থেকে আসে ৫০-৬০ হাজার কোটি টাকার ফেনসিডিল।’

বাজুসের দাবি, ৫০ ভাগের বেশি মানুষ দেশ রেখে ভারতে গিয়ে অল্প দামে স্বর্ণ কেনেন। কারণ সেখানে ভ্যাট দেড় শতাংশ। আর বাংলাদেশে তা ৫ শতাংশ। বাজুস সহ-সভাপতি আরও বলেন, ‘আগামী ১০ বছরে দেশে ধনীর সংখ্যা বৃদ্ধি পাবে, ফ্ল্যাট ও গাড়ির মালিক বাড়বে। তারা মহামূল্যবান এই স্বর্ণ কিনবে। দিন দিন স্বর্ণের ক্রেতা বাড়লেও এ শিল্পে নতুন কোনও বিনিয়োগ নেই। নতুন কোনও উদ্যোক্তা এ খাতে বিনিয়োগে আগ্রহ দেখায় না।’

/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ