X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:৫৯

 

অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে: সিপিডি নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনে করের হার ১২শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, তা না হলে নতুন ভ্যাট আইন দেশের উৎপাদক ও ভোক্তা উভয়ের ওপর চাপ তৈরি করবে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, এ প্রবণতা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে অর্থ পাচার বাড়বে।’ শনিবার রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত চলতি অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে (তৃতীয় সংস্করণ) প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  ব্ক্তারা এসব কথা বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ।

ড. দেবপ্রিয় বলেন, ‘অবৈধ উপায়ে অর্জিত অর্থ নানা উপায়ে দেশের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যত সামনে ঘনিয়ে আসবে, অর্থ পাচারের পরিমাণ তত বাড়বে।’ তিনি মনে করেন, ‘আমার দেশের ব্যবসায়ীরা আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে বিনিয়োগ করাকে লাভজনক মনে করেন। এ দেশে বিএমডব্লিউ ব্যান্ডের বিলাসবহুল গাড়ি বিক্রিতে এশিয়ায় পঞ্চম বাংলাদেশ। দেশে যে পরিমাণ গার্মেন্ট পণ্য উৎপাদন ও রফতানি হচ্ছে, সেই অনুসারে কর্মসংস্থান বাড়ছে না। দেশে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে। কিন্তু সে অনুপাতে দেশে কর্মসংস্থান হচ্ছে না। অর্থনীতিকে অতিমাত্রায় প্রবৃদ্ধি নির্ভরতা  দেখা হচ্ছে যা অর্থনীতির একটি খণ্ডিত ও অসম্পূর্ণ চিত্র।

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘মধ্যম আয়ের দেশ কিংবা উন্নত দেশ হওয়ার জন্য যে আকঙ্খা এর সঙ্গে ব্যক্তি খাতের বিনিয়োগ প্রবাহের বিষয়টি মিলছে না।’ তিনি মনে করেন, ‘বেসরকারি খাতে কাঙ্ক্ষিত শিল্পায়ন হচ্ছে না। প্রবৃদ্ধি হতে হবে কর্মসংস্থানমুখী।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘ইসলামী ব্যাংকের পরিবর্তন মসৃণ করতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখা দরকার। বৃহত্তম ঋণ গ্রহণকারী যখন মালিক হয়ে যান, তখন তা চিন্তার বিষয়।’

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
মতিঝিলে ২০০ মিটার রাস্তা অবৈধ দখলমুক্ত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট