X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মে ২০১৭, ০৯:০২আপডেট : ২৯ মে ২০১৭, ০৯:০২

রেমিটেন্স রেমিটেন্স প্রবাহে গত কয়েক মাসের মন্দাবস্থা চললেও আবারও বাড়ছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ৮০৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ফলে রেমিটেন্স প্রবাহে আবারও চাঙ্গাবস্থা ফিরে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত মাসের (এপ্রিল) ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ৬৯২ মিলিয়ন ডলার। যা আগের মাসের একই সময়ের তুলনায় ১১৫ দশমিক ৭৬ মিলিয়ন ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর শাহ বলেন, ‘সাম্প্রতিক প্রবাহ ধীরে ধীরে রেমিটেন্স বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং এই প্রবণতা সামনের মাসগুলোতে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছে এক হাজার ৯ দশমিক ৪৭ মিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ৯৪০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার, মার্চে এক হাজার ৭৭ দশমিক ৫২ মিলিয়ন ডলার এবং এপ্রিলে এক হাজার ৯২ দশমিক ২৬ মিলিয়ন ডলার।

সরকার, বাংলাদেশ ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অপারেটরদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ফলে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর শাহ বলেন, ‘রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরে আসাটা একটা ভালো লক্ষণ। অনেক অনাবাসিক বাংলাদেশি (এনআরবি) দেশে টাকা পাঠাতে মোবাইল ব্যাংকিংসহ কিছু অবৈধ পন্থা অবলম্বন করেন। এছাড়া ডলারের বিপরীতে মুদ্রার মান হ্রাস এবং তেলের দাম পড়ে যাওয়ায় মধ্য প্রাচ্যের দেশগুলোর আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সেখানেই অধিকাংশ বাংলাদেশি অভিবাসী কাজ করেন।’

তিনি আরও বলেন, অবৈধ পথে অভিবাসী শ্রমিকদের টাকা পাঠানো বন্ধে বিকাশ অথবা রকেটের অবৈধ কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলাকে চিঠি দিয়েছে।’

সূত্র জানায়, দেশে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের দুটি তদন্ত টিম মার্চ মাসে সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করে। এ সময় তদন্ত দল অনাবাসীদের দেশে টাকা পাঠাতে অবৈধ পথ বেছে নেওয়ার কারণ শণাক্ত করে। যার মধ্যে রয়েছে- সহজ ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা খরচ কম।

শুভঙ্কর শাহ বলেন, ‘দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সরকার রেমিটেন্স পাঠানোর পদ্ধতি সহজ করতে এটা পরিকল্পনা গ্রহণ করছে।’

সূত্র: বাসস

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
কাঁঠালবাড়ী নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসাআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষসহ তিন পদে নিয়োগ
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের