X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৯, সিএসইতে বেড়েছে ৬৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৫:৩৫আপডেট : ৩১ মে ২০১৭, ১৫:৩৫

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৮৫ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৬৫ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৮৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮৮ কোটি ৩০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং ১৩ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোমোবাইল, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ার, ডোরিন পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, বিডি কম, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফাইন্যান্স এবং রিজেন্ট টেক্সটাইল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৭৩ কোটি ৬ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৪৯ কোটি ১৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৭ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭০৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকন টোবাকো, স্কয়ার ফার্মা, বারাকা পাওয়ার, ডোনি পাওয়ার, মবিল যমুনা, প্যারামাউন্ট টেক্সটাইল, খুলনা পাওয়ার, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক