X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২০, সিএসইতে কমেছে ৩৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১৬:০২আপডেট : ১১ জুন ২০১৭, ১৬:০২

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৫৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৩৪ দশমিক ৪১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন কমেছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১৭ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪৮ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৩২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সফার্মা, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, মবিল যমুনা, বিডি ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ফাস ফাইন্যান্স এবং ডোরিন পাওয়ার।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০৮ কোটি ০৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩৪ দশমিক ৪১ পয়েন্ট কমে ১০ হাজার ২৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৯১৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, বেক্সফার্মা, সাইফ পাওয়ার, সিটি ব্যাংক, শেফার্ড টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং সেন্ট্রাল ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি