X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪, সিএসইতে বেড়েছে ২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৬:০১আপডেট : ১৪ জুন ২০১৭, ১৬:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৯৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইর লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। বুধবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৮২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৬ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে এবং ০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আরগন ডেনিমস, বিডি ফাইন্যান্স, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, মবিল যমুনা, আমরা টেকনোলজি এবং সিএমসি কামাল।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৩৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৬২ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, হামিদ ফেব্রিকস, আমরা টেকনোলজি, মবিল যমুনা, বিকন ফার্মা, পিএইচপি ফার্স্ট মিউচ্যুাল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, ইউনাইটেড পাওয়ার, নূরানী ইন্ডস্ট্রিজ এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা