X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৭

বিদ্যুৎকেন্দ্র দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে ১ হাজার ৭৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১০টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এগুলো স্থাপন করা হবে ১০টি ভিন্ন ভিন্ন স্থানে। বুধবার (৯ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিন সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সংশ্লিষ্টমন্ত্রী ও সচিবরা।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদন পাওয়া প্রস্তাবগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

জানা গেছে— ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছর মেয়াদী ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি ও ১৫ বছর মেয়াদী ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, চট্টগ্রাম জেলার জুলদায় ১৫ বছর মেয়াদী ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, যশোরের নওয়াপাড়ায় পাঁচ বছর মেয়াদী ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, কুমিল্লার দাউদকান্দিতে পাঁচ বছর মেয়াদী ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, বগুড়ায় ১৫ বছর মেয়াদী ১১৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি চাঁদপুরে ১৫ বছর মেয়াদী ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫ বছর মেয়াদী ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি, খুলনা জেলার লবণ ছড়ায় ১৫ বছর মেয়াদী ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টি ও গাজীপুরের কড্ডায় ১৫ বছর মেয়াদী ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১টিসহ মোট ১০টি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

অতিরিক্ত সচিব জানান— এসব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ঘণ্টা কিলোওয়াটের দাম পড়বে যথাক্রমে ১৯ টাকা ৯৯ পয়সা, ১৯ টাকা ৬৬ পয়সা, ৮ টাকা ২৫ পয়সা, ১৯ টাকা ৯৯ পয়সা, ১৯ টাকা ৯৯ পয়সা, ৮ টাকা ৩৩ পয়সা, ৮ টাকা ৩৭ পয়সা, ৮ টাকা ২৫ পয়সা, ৮ টাকা ৩৩ পয়সা ও ৮ টাকা ৩৩ পয়সা।

/এসআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ