X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২৩:৫৭

বাংলাদেশ-থাইল্যান্ড বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে কৌশল নির্ধারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দুদিনের চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) সভার প্রথমদিন বুধবার (০৯ আগস্ট) এ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ৯টায় সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়। বৃহস্পতিবারও (১০ আগস্ট) এই সভা বেলা আড়াইটায় বসবে। এ বৈঠকে দু’দেশের বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন।

সভায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করে তা প্রসারের সম্ভাব্য ক্ষেত্র ও কৌশল নির্ধারণের পাশাপাশি কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।এ ক্ষেত্রে চলমান সভা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা লাভবান হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

জেটিসি সভার দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম। দুপুর আড়াইটায় একই স্থানে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনের এ সম্মেলন।

বুধবারের জেটিসির সভায় বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের পক্ষে সেদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ নেতৃত্ব দেন। বৈঠকে থাইল্যান্ডের নেতৃস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দলও অংশগ্রহণ করছে।

প্রায় চার বছর পর আয়োজিত এই সভায় দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ় করার উপায় পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বিদ্যমান ঘাটতি কমিয়ে আনার ব্যাপারেও আলোচনা হবে। এর অংশ হিসেবে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের বিশেষ কয়েকটি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হবে।

এর আগে জেটিসির তৃতীয় সভা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। ওই বৈঠকের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতির বিষয় নিয়েও চতুর্থ জেটিসি সভার প্রথম দিন বুধবার সচিব পর্যায়ের সভায় আলোচনা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

/এসআই/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
দিল্লির রেকর্ড রানের জবাবে লড়াই করে হারলো মুম্বাই
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি মজুত
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা