X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৪ ও সিএসইতে বেড়েছে ৫০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৫:১৭আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:১৭

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫০ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে।

তবে এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমলেও বেড়েছে সিএসইতে। সোমবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৮০৮ কোটি ৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৭৬৮ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০২ পয়েন্টে এবং ০ দশমিক ৯১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, সিএনএ টেক্সটাইল, ইফাদ অটোমোবাইল, আইএফআইসি ব্যাংক, ফুওয়াং ফুড, আইডিএলসি এবং ফরচুনা সু।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ৯৩ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৪ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিবিএস কেবল, ব্যাংক এশিয়া, কেয়া কসমেটিকস, ফুওয়াং ফুড, ফ্যামিলি টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিল, আইএফআইসি ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল।
/এসএনএইচ/

সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড