X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৮ ও সিএসইতে বেড়েছে ২৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৫:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:১৬

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৮০৫ কোটি ৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৭৮ কোটি ৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৫ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৩০৭ পয়েন্টে এবং ৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবল, ফরচুনা সু, রংপুর ফাউন্ড্রি, লংকা-বাংলা ফাইন্যান্স, ফ্যামিলি টেক্সটাইল, জেমিনি সি ফুড, কেয়া কসমেটিস, আরএসআরএম স্টিল এবং আল আরাফা ইসলামী ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭২ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২১৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৮২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইডিএলসি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবল, ফুওয়াং ফুড, কেয়া কসমেটিকস, ফ্যামিলি টেক্সটাইল, ইনটেক অনলাইন, বেক্সিমকো লিমিটেড, কেডিএস অ্যাক্সেসরিজ এবং সেন্ট্রাল ফার্মা।

/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি