X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১ ও সিএসইতে কমেছে ২০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৭

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ২০ দশমিক ৬৭ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৬২ কোটি ১৮ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২৬২ কোটি ১৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৫২ কোটি ৩৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫১ কোটি ১৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ০৪ পয়েন্ট কমে এক হাজার ৩৬৫ পয়েন্টে এবং ৮ দশমিক ০৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, মবিল যমুনা, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৮ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১১ হাজার ৫১২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৮ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৯ হাজার ৪৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ০০ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  মার্কেন্টাইল ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, আল আরাফা ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

/এসএনএইচ/
সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ