X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা ইস্যুতে আমরা কারও কাছে দু’হাত তুলে আবেদন করি নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪

কাস্টমসের নতুন ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা কারও কাছে দু’হাত তুলে আবেদন করি নাই যে, আপনারা আসুন আমরা মহাসংকটে আছি। এমনিতে যারা বন্ধুরাষ্ট্র তারা আসবে, সহায়তা করবে।’

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কাস্টমসের নতুন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গা এসেছে। মানবিক দৃষ্টিতে তাদের আশ্রয় দিতে হচ্ছে। আমাদের আস্থা আছে, আমরা যেকোনও চাপ মোকাবিলা করতে পারব। সাম্প্রতিক সময়ে বন্যার যে চাপ এসেছে, আমরা তাও মোকাবিলা করতে পারব।’

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটি (বিটিএফএ) প্রকল্পের আওতায় এনবিআর ও ইউএসএআইডি যৌথভাবে কাস্টমসের ওয়েবসাইট (www.bangladeshcustoms.gov.bd) তৈরি করেছে। এমএ মান্নান বলেন, ‘ইউএসএআইডি এনবিআরের সক্ষমতা উন্নয়নে অনেক কাজ করছে। এসব কাজ শেষ হলে এনবিআরের সক্ষমতা অনেক বেড়ে যাবে। কাস্টমসের নতুন এ ওয়েবসাইট চালুর মাধ্যমে আমাদের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘ইউএসএআইডির সঙ্গে এনবিআরের পার্টনারশিপ রয়েছে। এ ওয়েবসাইট তৈরির মাধ্যমে পার্টনারশিপ আরও দৃঢ় হবে। নতুন এনবিআর গঠনের ক্ষেত্রে এ ওয়েবসাইট সহায়তা করবে।’ তিনি বলেন, ‘এনবিআর ব্যবসার গতি বাড়াতে সহায়তা করছে। সেজন্য সিঙ্গেল উইন্ডোজ চালুর ক্ষেত্রে একটি প্লাটফর্ম তৈরি করছে। কাস্টমসের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছে এনবিআর।’

ইউএসএআইডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি বলেন, ‘ইউএসএআইডির সহায়তায় তৈরি এ ওয়েবসাইট বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এ ওয়েবসাইট ব্যবহারের ফলে শুল্কায়নের ক্ষেত্রে সময় বাঁচবে, রাজস্ব বাড়বে। সরকারের ভিশন-২০২১ পূরণে সহায়তা করবে।’

অনুষ্ঠানে কাস্টমসের নতুন ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরে ইউএসএআইডির বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাক্টিভিটির চিফ অব পার্টি মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘কাস্টমসের নতুন এ ওয়েবসাইট একটি ডায়ানামিক ওয়েবসাইট। এতে বাংলাদেশ কাস্টমসের সব তথ্য পাওয়া যাবে।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন এই ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন রাজেশ বক্তব্য রাখেন।

 

 

/জিএম/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে