X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৭, ২৩:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ০০:১৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ সংকট এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য কেনা হচ্ছে তিনটি নতুন উড়োজাহাজ। এগুলো আমদানি করা হবে কানাডা থেকে। উড়োজাহাজ তিনটি কেনার জন্য ঋণও দেবে কানাডা। এজন্য প্রয়োজন হবে না কোনও দরপত্র। বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে এক বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) কানাডা ও বাংলাদেশ সরকারের সরাসরি ক্রয় চুক্তির মাধ্যমে ৭০ থেকে ৮০ আসনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজ তিনটি কেনা হবে। এ লক্ষ্যে কানাডিয়ান কমার্শিয়াল কো-অপারেশনের (সিসিসি) সঙ্গে চুক্তি করবে বিমান বাংলাদেশ। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, উড়োজাহাজ ক্রয়ে কানাডা সরকারের প্রতিষ্ঠান এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা (ইডিসি) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য প্রয়োজনীয় অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ধরনের উড়োজাহাজের একমাত্র নির্মাণ প্রতিষ্ঠান কানাডার বম্বারডিয়ের ইঙ্ক। 
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট উড়োজাহাজ আছে ১৩টি। এর মধ্যে ৭টি ভাড়ায় আর ৬টি নিজস্বভাবে সংগৃহীত। তাদের নিজস্ব উড়োজাহাজের মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং ৭৩৭-৮০০। ভাড়ায় সংগৃহীত উড়োজাহাজগুলোর মধ্যে একটি অভ্যন্তরীণ রুটে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, যশোর, বরিশাল ও কক্সবাজার) ও একটি আন্তর্জাতিক রুটে (ঢাকা, কলকাতা, কাঠমান্ডু, ইয়াংগুন) ব্যবহার হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র এসব তথ্যও জানিয়েছে। 

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ