X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৬, সিএসইতে কমেছে ৫০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৫:২২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৫:৪১

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ২৬ দশমিক ০৮ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৫০ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৪ পয়েন্ট কমে এক হাজার ৩৮৭ পয়েন্টে এবং ৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইফাদ অটোমোবাইল, আলিফ অ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা সিমেন্ট, বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক, ড্রাগন সোয়েটার এবং কনফিডেন্স সিমেন্ট।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩১ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১০ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫০ দশমিক ৭৮ পয়েন্ট কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৪৩৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৭ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডাচ-বাংলা ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ইফাদ অটোমোবাইল, ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক এবং প্যারামাউন্ট টেক্সটাইল।
আরও পড়ুন:
পিছিয়ে পড়ছে গ্রামীণ অর্থনীতি


/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
নাট্যকার সংঘ: সভাপতি মুননা, সম্পাদক উজ্জ্বল
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে