সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস্ সিমেন্টের তিন দিনব্যাপী বার্ষিক সেলস কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এবারের থিম ছিল ‘রাইজ অ্যান্ড রুল’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কনফারেন্সে উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা, চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী, ভাইস চেয়ারম্যান ইকরাম আহমেদ খান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস রায়হান আহমেদ, শুন্ শিং গ্রূপ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহ্মদ মুক্তাদীর আরীফ, পরিচালক তাহমিনা আহমেদ, পরিচালক সাইফ রহমান প্রমুখ।
আরও পড়ুন:
মোবাইল অপারেটরদের অফার ৩৫টির মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ