X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে বেড়েছে ২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৬:০০আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৬:০১

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১  দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ২ দশমিক ১৮  পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার  লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ১ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৪৯ পয়েন্টে এবং ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১১৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-   মনো সিরামিক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়াটা কেমিক্যালস, ইফাদ অটোস লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, ফাইন ফুডস, ফুয়াং ফুড, স্যালভো কেমিক্যাল, এসিআই এবং স্কয়ার ফার্মা।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২০ কোটি ৭১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৬৩  পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৬৬০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৫  দশমিক ৫৫  পয়েন্ট কমে ১৬ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  স্কয়ার ফার্মা, গ্রামীণ এমএফ ওয়ান, ব্র্যাক ব্যাংক,কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, ফুয়াং ফুড, সিটি ব্যাংক, বিডিকম, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো এবং লংকাবাংলা ফিনান্স লিমিটেড।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি