X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩, সিএসইতে কমেছে ৩১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৮, ১৫:০৮আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:১১

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ২৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০২ কোটি ৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৪৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৩ কোটি ৪৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫ পয়েন্টে এবং ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৭৩ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-আলিফ ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ, নাহি অ্যালুমিনিয়াম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, মনো সিরামিক, লিগ্যাসি ফুট এবং গ্রামীণফোন।

সিএসই সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৬ কোটি ২১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৬৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ৩১ পয়েন্ট কমে ৯ হাজার ৯০১ পয়েন্টে,সিএএসপিআই সূচক ৫১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৭০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫  দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড,বেক্সিমকো, শাশা ডেনিম, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, বিবিএস ক্যাবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং অ্যাডভান্ট ফার্মা।

/এসএসএ/
সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?