X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গ্যাসের দাম ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ মূল্যায়ন কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ১৯ জুন ২০১৮, ১৯:২০

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম নিয়ে গণশুনানি

চট্টগ্রামে গ্যাসের দাম ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্যায়ন কমিটি। তবে গ্যাসের দাম বাড়ানোর এই উদ্যোগের বিরোধিতা করেছেন ভোক্তাদের পক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।আজ মঙ্গলবার (১৯ জুর) রাজধানীর টিসিবি অডিটরিয়ামে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন ও তার বিরোধিতার ঘটনা ঘটে।

টিসিবি অডিটরিয়ামে গ্যাস দাম বাড়ানোর প্রস্তাবের ওপর অনুষ্ঠিত গণশুনানিতে চট্টগ্রামের গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে আবাসিক গ্রাহকদের এই প্রস্তাবের আওতায় রাখা হয়নি। পাশাপাশি তারা বিতরণ মার্জিনও প্রতি ঘনমিটারে ১ দশমিক ০৫ টাকা নির্ধারণের প্রস্তাব করে।

এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আবদুল আজিজ খান, মিজানুর রহমান ও রহমান মুর্শেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে ভোক্তাদের পক্ষে ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম, সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কথা বলেন।

কর্ণফুলীর পক্ষ থেকে বলা হয়, আমদানিতব্য এলএনজি গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে সঞ্চালন ও বিতরণ পাইপ লাইন নির্মাণ ও আপগ্রেড করার কাজের বিপরীতে নিজস্ব অর্থায়নে ব্যয়,পুরনো পাইপলাইন মেরামতজনিত অতিরিক্ত ব্যয়, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়, কোম্পানির করপূর্ব ও কর পরবর্তী মুনাফা কম ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে এবং এসব কারণের ফলে আর্থিক তারল্যে নেতিবাচক প্রভাবসহ আর্থিক সব ক্ষেত্রের বাস্তব বিষয়গুলোকেও বিবেচনায় নিয়ে বিতরণ মার্জিন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এদিকে শুনানিতে কর্ণফুলী জানায়,২০১৪-১৫ অর্থবছরে ৫ দশমিক ৭৩ শতাংশ সিস্টেম গেইন হয়েছে। এর পরের দুই বছরেও সিস্টেম গেইন এর পরিমাণ আরও বেড়েছে। ২০১৫-১৬ সালে এসে তা দাঁড়ায় ৮ দশমিক ৬৯ ভাগ আর ২০১৬-১৭ সালে তা আরও বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ১৬ শতাংশে।

অধ্যাপক শামসুল আলমের এক প্রশ্নের জবাবে কর্ণফুলী বিতরণ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা এখনও পর্যন্ত তাদের এলাকায় ৭৮০টি মিটারের চাহিদার বিপরীতে ৩১০টি মিটার স্থাপন করেছে যা অর্ধেকেরও কম। অন্যদিকে ছয় লাখ আবাসিক চুলার সংযোগের বিপরীতে ৩০ হাজার মিটার বসিয়েছে। ফলে বিপুল পরিমাণ গ্রাহক যথাযথ সেবা না পেয়েও অতিরিক্ত বিল দেয়। আর গ্রাহক ঠকানোর এই পথেই সিস্টেম গেইন করে কোম্পানি বলে অভিযোগ করেন তিনি।

শুনানিতে বিতরণ কোম্পানিটি জানায়, বর্তমানে বাসাবাড়িতে সংযোগ বন্ধ থাকলেও শিল্পে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ৬৭৬টি চাহিদাপত্র দেওয়া হয়েছে। এই চাহিদার বিপরীতে ৩৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। কিন্তু বাস্তবে ২০১৯-২০ পর্যন্ত এলএনজি এলেও অতিরিক্ত ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ পাওয়া যাবে।

অধ্যাপক শামসুল আলম শুনানিতে আশঙ্কা প্রকাশ করে বলেন, বাস্তবে সংকট সামলে নেওয়ার কথা বলা হলেও এলএনজি আসার শুরুতেই বেশি চাহিদা তৈরি করা হচ্ছে। এতে করে সংকট কমার বদলে বাড়তে পারে। যা কোনোভাবেই সবার জন্য শুভ হবে না।

বিতরণ কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি বলছে এলএনজি মিশ্রিত প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে ৮ দশমিক ৩৭৯০ টাকা। এখন এ দাম রয়েছে ৩ দশমিক ৪৪৯৩ টাকা। বিতরণ কোম্পানিটি প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১১ দশমিক ৭১২৩ টাকা করার প্রস্তাব করে। অর্থাৎ কমিশনের কারিগরি কমিটি ১৪২ ভাগ বৃদ্ধির সুপারিশ করেছে। তিতাসের জন্য দাম বাড়ানোর এই সুপারিশ ছিল ১৪৩ ভাগ।

 

/এসএনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ