X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পরীক্ষামূলকভাবে পাইপলাইনে এলএনজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ২০:০৬আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:১৩

 

এলএনজি ট্যাংক (ছবি: সংগৃহীত) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট জাতীয় গ্রিডে পুরোপুরি শুরু হতে পারে সরবরাহ বলে আশা করছে জ্বালানি বিভাগ।

এ বিষয়ে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফায়জুল্লাহ এনডিসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আমরা পরীক্ষামূলকভাবে পাইপলাইনে এলএনজি সরবরাহ শুরু করেছি। আনুষ্ঠানিকভাবে আমরা কোনও ঘোষণা দেইনি।’

পরীক্ষা শেষে এলএনজি জাতীয় গ্রিডে কবে নাগাদ যোগ হবে, জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘এখনও এ বিষয়ে আমরা নিশ্চিত নই।’

এদিকে আরপিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘আজ সোমবার থেকে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালটি এলএনজি সরবরাহ শুরু করেছে।’ এই কাজকে যারা বাস্তবে রূপ দিয়েছেন, তাদে সবাইকে তিনি ধন্যবাদ জানান।  বিষয়টি সম্পর্কে জানতে কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে জ্বালানি বিভাগের একটি সূত্র জানায়, গত ১২ আগস্ট থেকে এলএনজি টেস্টরান শুরু করা হয়েছে। টেস্টরান ঠিকঠাক চললে ১৬ আগস্ট থেকে এলএনজি সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল এক্সিলারেট এনার্জি এলএনজির ভাসমান টার্মিনালটি কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এরপর ১০ মে প্রথম দফায় এলএনজি সরবরাহের  তারিখ ঠিক করা হলেও শেষে তা ঠিক রাখা সম্ভব হয়নি।এরপর কয়েক দফায় সরবরাহের সময় ঠিক করা হলেও এখন পর্যন্ত সরবরাহ শুরু করতে পারেনি এক্সিলারেট এনার্জি। কারণ হিসেবে তারা সাব-সি পাইপলাইন মেরামতের কথা জানিয়েছে। সাগর উত্তাল থাকায় পাইপলাইন মেরামত করা যাচ্ছিল না বলে এই দেরি হচ্ছে বলে তারা দাবি করে।

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা