X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেলো ৩২ প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৯

 

এএমসিএল’র প্রধান অর্থ কর্মকর্তা চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের ৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড। ২০১৭ সালের জন্য ১৩টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে এ পুরস্কার দিয়ে আসছে।

জানা গেছে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার-বিশ্লেষণ করে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট সিএ ড. সুবোধ কুমার কার্ন, আইসিএমএবির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের পুরস্কারের জন্য ১৩টি ক্যাটাগরির মধ্যে ছিল- সাধারণ বীমা কোম্পানি, ওষুধ, বিদ্যুৎ, বহুজাতিক কোম্পানি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (সাধারণ কার্যক্রম), সরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক কার্যক্রম), ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সিমেন্ট খাত, বস্ত্র খাত, বিবিধ উৎপাদন, বিবিধ বাণিজ্য ও বিবিধ সেবা।

২০১৭ সালে যেসব প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে সেসব প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, দ্য সিটি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স লিমিডেট, লংকাবাংলা ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল লিমিটেড, মতিন স্পিনিং মিলস, রহিম টেক্সটাইল মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনাটা, সামিট পাওয়ার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এম.আই. সিমেন্ট, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রি, প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল), পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ