X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মুজিববর্ষকে বিদ্যুৎ-জ্বালানি খাতে সেবাবর্ষ হিসেবে ঘোষণা করতে চাই: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২০, ১৮:১১আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১৮:২২

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়াই এই বছরের বড় কাজ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘মুজিববর্ষকে বিদ্যুৎ ও জ্বালানিখাতের সেবাবর্ষ হিসেবে ঘোষণা করতে চাই। আর এই জন্য আমাদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে।’ বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ  কম মূল্যে, দ্রুত বিদ্যুৎ সেবা দেওয়া। এজন্য যেসব কাজ করতে হবে, তাও দ্রুত কীভাবে করা যায়, সে বিষয়টিও এখন বড় চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘গ্রাহকদের সেবার দিতে গেলে ডিজিটালাইজেশন করতে হবে। আর এজন্য অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে প্রি-পেইড মিটার স্থাপন করছি আমরা। সেটি এই বছরও চলমান থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যাবে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোয় বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চলতি বছরের শেষে সবাই বিদ্যুৎ পাবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘বিদ্যুতের পাশাপাশি জ্বালানিখাতেও নেওয়া হচ্ছে। বেশ কিছু পদক্ষেপ। অফশোরের পাশাপাশি অনশোরেও গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য বাপেক্সের পাশাপাশি অন্য কোম্পানিগুলোকে দিয়েও কাজ করার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন ও বণ্টন চুক্তি (পিএসসি) রিভিউ করার চিন্তা করা হচ্ছে। অন্যদিকে পুরনো গ্যাসক্ষেত্রগুলো রিভিউ করা হচ্ছে। যেন ওইসব ক্ষেত্রে যদি কোনও সম্ভাবনা থাকে তাও যাচাই-বাছাই করা যাবে।’

প্রতিমন্ত্রী জানান, ভোলার গ্যাসকে আরও বেশি কাজে লাগানো। খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে গ্যাস দেওয়া, রংপুরে পাইলাইন করাসহ বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি বছর থেকে এসব প্রকল্পের কাজ শুরু হবে।’ তিনি বলেন, ‘আবাসিকে আর পাইপলাইনের গ্যাস সংযোগ দেবো না। কিন্তু এলপিজি ব্যবহারের যেন সাধারণ মানুষ উৎসাহিত হয়, সেজন্য মূল্যের বিষয় নিয়ে কাজ করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মধ্যপাড়া পাথর খনির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি।’ নদীপথে পাথর আনা যাবে কিনা, সে বিষয়ে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’