X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎ খাতের জন্য ১০ কোটি ডলারের বন্ড ছাড়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৫, ১৬:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৭
image

বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে পুঁজিবাজারে বন্ড ছেড়ে ১০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহের পরিকল্পনা সরকারের রয়েছে।

noname মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্টেট অব ইকনোমি’ শীর্ষক সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, সরকার বিদ্যুৎ খাতের জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি। বেশ কয়েকটি সভার পর বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করার বিষয়টি চুড়ান্ত হয়।
তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, দেশের বিদ্যুত খাত এবং পুঁজিবাজার দুটোই লাভবান হবে এ বন্ড থেকে। পাশাপাশি জ্বালানি খাতের বেশকিছু কোম্পানি আগামী বছর পুঁজিবাজারে আসবে।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারে গতিশীলতার পাশাপাশি বৈচিত্র আসবে বলে মন্তব্য করেন।তিনি আরও বলেন, এ বাজারে আসতে শিল্পভিত্তিক প্রতিষ্ঠানগুলো তৈরি থাকার জন্য বলা হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল তার বক্তব্যের শুরুতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, সুদ হার, মাথাপিছু আয়,  নারীদের কর্ম সংস্থান, আমদানি ও রফতানি, প্রবাসী আয় (রেমিট্যান্স), দারিদ্র্যতার হার, মূল্যস্ফীতিসহ অর্থনীতির নান দিক নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, চলতি ২০১৫-১৬ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা মোতাবেক বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৫০ থেকে ৭ শতাংশ অর্জন করা সম্ভব হবে।

অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা বিষয়ে তিনি বলেন, উন্নত দেশগুলো পুঁজিবাজারকে কাজে লাগিয়ে নিজ নিজ অর্থনীতি চাঙ্গা করেছে। আমাদেরও এ বাজারকে কাজে লাগানো উচিৎ। গবেষণার মাধ্যমে এ বাজারের সংকট কাটানো সম্ভব। এতে পুঁজিবাজারের পাশাপাশি চাঙ্গা হবে দেশের অর্থনীতি।

কোম্পানিগুলোকে ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারে আসার অনুরোধ জানান তিনি।

জ্বালানি তেল বিষয়ে ড. বিরূপাক্ষ পাল বলেন, তেলের দাম বিশ্ববাজারে নিম্নমুখী। এর প্রভাব অভ্যন্তরীণ বাজারে দেখা যাচ্ছে না। বিনিয়োগ বৃদ্ধিতে দেশের বাজারে জ্বালানি তেলের দামের সমন্বয় প্রয়োজন।

তেলে দাম সমন্বয় করা সম্ভব হলে দেশে বিনিয়োগ বাড়বে বলে জানান তিনি।

/এফএইচ/
সম্পর্কিত
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
সর্বশেষ খবর
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু