X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় ওয়ালটনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:০৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২৩:১৬
image

ওয়ালটনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মাসব্যাপী ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন নির্মাণ করছে ওয়ালটন। এতে দর্শনার্থী-ক্রেতাদের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাভিলিয়ন নির্মাণে প্রাধান্য পেয়েছে ‘স্কাই হাই’ থিম।
নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হচ্ছে বাণিজ্যমেলা। সময় খুব একটা নেই। দ্রুত এগিয়ে চলেছে শেষ সময়ের নির্মাণকাজ। ওয়ালটন প্যাভিলিয়ন নির্মাণে এবারও আছে কিছু চমক। কাঠামো নির্মাণে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহার করা হচ্ছে উচ্চমানের স্টিলের বিম, ফ্রেম, ফায়ার ও ইলেকট্রিক্যাল সেফটি ইক্যুইপমেন্ট। একইসঙ্গে পরিবেশের বিষয়টি মাথায় রেখে অনুসরণ করা হয়েছে গ্রিন-বিল্ডিং মেথড।
কর্তৃপক্ষ জানায়- মেলায় সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দন ৩লার প্রিমিয়ার প্যাভিলিয়ন নির্মাণ করছে তারা। প্যাভিলিয়নের চারপাশে থাকবে সবুজের সমারোহ। মূল প্রবেশদ্বারের সঙ্গেই কাঁচ বেষ্টিত একটি টাওয়ার নির্মাণ করা হয়েছে। প্রযুক্তি পণ্য উৎপাদনে ওয়ালটনের আকাশ ছোঁয়ার আকাঙ্খার সঙ্গে মিল রেখে করা হয়েছে এই ’স্কাই হাই’ টাওয়ার। ইলেকট্রনিক্স পণ্যে দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের পর এবার তাদের লক্ষ্য বিশ্ববাজার।

মেলায় ওয়ালটনের দুটি সেলস ও ডিসপ্লে সেন্টার থাকছে। একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন (নম্বর-২৩) ও অন্যটি স্টল (নম্বর- ৩১এ এবং ৩১বি। ওয়ালটনের ২৩ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি নির্মিত হচ্ছে মেলার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ফোয়ারার পশ্চিম পাশে এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়নের দক্ষিণ পাশে।

প্যাভিলিয়নটির নিচতলায় প্রদর্শন করা হবে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য। থাকছে এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। দ্বিতীয় তলায় থাকবে ডিপ ফ্রিজসহ ওয়ালটন ব্র্যান্ডের মোবাইলসেট। তৃতীয় তলাটি ব্যবহৃত হবে স্টোর হিসেবে। দর্শনার্থী-ক্রেতা এবং পণ্য উঠানামা সহজ করতে প্যাভিলিয়নে সংযুক্ত করা হচ্ছে উচ্চ ক্ষমতার লিফ্ট।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শক্ত স্টিলের কাঠামোর ওপর করা হচ্ছে প্যাভিলিয়নের পুরো স্থাপনা। ইন্টেরিয়র ডেকোরেশনে ব্যবহার করা হচ্ছে ফায়ার রেসিস্ট্যান্ট এসিপি (অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল) বোর্ড, গ্লাস এবং স্টিলের ফ্রেম। থাকবে পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক যন্ত্র। একসঙ্গে যেন প্রচুর দর্শক ঢুকতে এবং বের হতে পারে সেজন্য রাখা হয়েছে ১৪ ফিট বিশিষ্ট দুটি দরজা। নিচতলা থেকে দোতালায় যাওয়ার জন্য রয়েছে ৭-ফিট চওড়া সিঁড়ি।

ইন্টেরিয়র ডিজাইন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর এবং সিনিয়র স্থপতি রিনা চৌধূরী বলেন, এটি নির্মাণে তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত হলো নিরাপত্তা। দ্বিতীয়ত কোম্পানির ভিশন অনুযায়ী প্যাভিলিয়নের ডিজাইন। তৃতীয়ত মেলায় আগত দর্শক-ক্রেতাদের আকৃষ্ট করতে এটি দৃষ্টিনন্দন করা।

তিনি আরও জানান, প্যাভিলিয়ন নির্মাণে যেসব উপকরণ ব্যবহার করা হচ্ছে সেগুলো পরে দীর্ঘস্থায়ী ফ্যাক্টরি নির্মাণেও কাজে লাগবে। স্টিল ও এসিপি বোর্ডগুলোর ৯০ শতাংশই পরবর্তীতে ব্যবহারযোগ্য। ফ্লেমেবল অবজেক্ট যথাসম্ভব এড়িয়ে গেছি। ব্যবহৃত বোর্ড এবং স্টিলগুলোর ফায়ার রেসিস্ট্যান্ট ক্ষমতা কমপক্ষে ৯০ মিনিট।

জানা গেছে, ওয়ালটন প্যাভিলিয়নে দর্শক-ক্রেতাদের বিনোদনের জন্য প্রবেশ দ্বারে থাকছে দুটি ভাসমান মানব।

এবারের মেলায় ৫০৮টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ স্টল ২২২টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৮১টি ও মিনি প্যাভিলিয়ন ৫৪টি। এছাড়া থাকছে নয়টি রেস্তোরাঁ। বিদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৪টি স্টল ও প্যাভিলিয়ন। এ বছর বিশ্বের ৩টি মহাদেশের ২০টি দেশ থেকে প্রায় ৪১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের