X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভ্যাট নিবন্ধন ছাড়া এলপিজি কনভার্সন ব্যবসার বিরুদ্ধে গোয়েন্দা অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৬:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৬:২০

ভ্যাট গোয়েন্দা ভ্যাট নিবন্ধন না নিয়েই এলপিজি কনভার্সন ব্যবসা করার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দারা। সেখানে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একজন সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা দল ২৩ ডিসেম্বর অভিযান চালায়। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন এতে নেতৃত্ব দেন।

প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠাটির মোহাম্মদপুরের ঠিকানায় গত ৪ মাসে প্রায় ১ কোটি টাকার বিক্রয় তথ্য উদ্ধার করা গেছে। এই সেবার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছ থেকে জব্দ করা ভ্যাট সংক্রান্ত দলিলাদি আরও যাচাই-বাচাই করে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে একই ঠিকানায় ওই ব্যবসার দুটো প্রতিষ্ঠান পাওয়া যায়। এদের মালিক একই ব্যক্তি। প্রতিষ্ঠান দুটো হলো— জেন এয়ার টেকনোলোজি ও জেন এয়ার (বিডি)।

প্রতিষ্ঠান দুটো স্ট্যাগ, সিজিএস, রকল ও এটলাস কপকো নামের চারটি ব্রান্ডের গাড়ির এলপিজি কনভার্সন করে থাকে। প্রতি গাড়িতে তারা ক্রেতার কাছ থেকে ৫০-৬০ হাজার টাকা সেবামূল্য গ্রহণ করে।

অভিযানে ওই ঠিকানায় গোয়েন্দারা তাদের ভ্যাট নিবন্ধন দেখতে পাননি। মেহাম্মদপুর ভ্যাট সার্কেল যাচাই করে দেখতে পায়, ওই সার্কেলে বিগত মাসগুলোতে প্রতিষ্ঠান দুটোর কোনও রিটার্ন জমা হয়নি। গোয়েন্দা দলের কাছে তারা এ সংক্রান্ত স্বীকারোক্তিও দিয়েছে।

অভিযানকালে কাগজপত্র যাচাইয়ে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। আবুল কাশেম রনি নামের একজন গ্রাহকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্যাট গোয়েন্দা দল অনুসন্ধান করে এবং এর সত্যতা পাওয়া যায়।

গোয়েন্দার দল অনুসন্ধানে দেখতে পায়, ওই প্রতিষ্ঠানের নামে চট্টগ্রামের ঠিকানায় নিবন্ধন রয়েছে। এদের মূসক নম্বর ০০২৫২৬৭২৫-০৫০৫, ০০১৯১৮৬২৭-০৫০৫। তবে রাজধানীর মোহম্মদপুরের ব্যবসা ওই নিবন্ধের অন্তর্ভুক্ত নয়। ভ্যাট আইন অনুসারে একই মালিকানাধীন ভিন্ন ঠিকানায় একই নিবন্ধের আওতায় ইচ্ছুক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে এবং সবগুলো ব্যবসা অনলাইন ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করে মাসিক রিটার্ন জমা দিতে হবে।

অনুসন্ধানে আরও দেখা যায় যে, মোহাম্মদপুরের ওই দুটো প্রতিষ্ঠানের তথ্য গোপন রেখে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। এদের হিসাব ভ্যাট কর্তৃপক্ষের কাছে ঘোষণা নেই।

গোয়েন্দার দল প্রতিষ্ঠানের কর্মচারীদের সহযোগিতায় সংরক্ষিত বাণিজ্যিক দলিলাদি এবং হিসাব শাখার কম্পিউটারে রক্ষিত সেবা বিক্রি সংক্রান্ত তথ্যাদি জব্দ করে।

 

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ