X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হোটেল-রেস্তোরাঁ খোলার সুযোগ চান মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১৯:২৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৯:২৭

রাজধানীসহ সারাদেশে হোটেল-রেস্তোরাঁ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) সারাদেশের দোকানপাট ও বিপণী বিতান খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

এ ক্ষেত্রে শনিবারের (১০ এপ্রিল) মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আগামী রবিবার (১১ এপ্রিল) ঢাকাসহ সারাদেশের সবগুলো জেলায় একযোগে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সমিতির সভাপতি ওসমান গনি ও মহাসচিব ইমরান হাসান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

সরকারের উদ্দেশে হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি জানিয়েছে, হোটেল-রেস্তোরাঁয় শুধু পার্সেল বা অন-লাইনের বিক্রির পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই বসিয়ে খাওয়ানোর সুযোগ দরকার। একইসঙ্গে আসন্ন রমজানে স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও সেহেরি বিক্রয় এবং এ সময়ে সরকারি এজেন্সিসমূহ থেকে বিমাতাসুলভ আচরণের পরিবর্তে ব্যবসাবান্ধব আচরণ প্রত্যাশা করেছে মালিক সমিতি।

সংগঠনের সভাপতি ওসমান গনি বলেন, ‘গত লকডাউনে সরকার প্রণোদনামূলক ব্যাংক ঋণ দেওয়ার নির্দেশ দিলেও পঁচনশীল খাবারের দোকান আখ্যা দিয়ে ব্যাংক কোনও ঋণ দেয়নি। ৩০ শতাংশ হোটেল-রেস্তোরাঁর মালিক দেউলিয়া হয়ে পড়েছে। অনেক মালিক সর্বস্বান্ত হয়ে প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছেন, মালিকদের গড়ে ৫০ শতাংশ লোকসান হয়েছে।’

মহাসচিব ইমরান হাসান বলেন, ‘এ সেক্টরে ৩০ লাখ কর্মচারী কাজ করে এবং এ সেক্টরের সঙ্গে প্রায় দুই কোটি মানুষ নানাভাবে সম্পৃক্ত। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা কর্মসূচির বিষয়ে চিন্তা-ভাবনা করছি।’

মালিক সমিতির সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাতে সমিতির বৈঠকের পর কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে