X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
বেসিক ব্যাংকের হাজার কোটি টাকা দুর্নীতি

আলামত চেয়ে মালয়েশিয়াকে অনুরোধ করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ২২:৩৬আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২২:৩৬

বেসিক ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলামত চেয়ে মালয়েশিয়াকে অনুরোধ জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২৬ নভেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ব্যাংকটির টাকা আত্মসাতের বিষয়ে মালয়েশিয়াকে অনুরোধ জানিয়েছে দুদক। পারস্পরিক আইনি সহায়তা চুক্তির (এমএলএআর) আওতায় এই অনুরোধ জানানো হয়েছে। আগামী সোমবার (২৮ নভেম্বর) মামলাটি শুনানির জন্য দিন ধার্য রয়েছে। সেদিন দুদকের পক্ষ থেকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হবে।’

এর আগে গত ৮ নভেম্বর অর্থপাচার মামলায় ব্যাংকটির আসামি মোহাম্মদ আলীসহ তিনজনের জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেশ কিছু মন্তব্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হোসেন।

শুনানির শুরুতে আসামির আইনজীবী আবুল হোসেন আদালতকে বলেন, ‘এই মামলায় পাঁচ বছর পার হয়ে গেলেও দুদক চার্জশিট দিচ্ছে না। বিচারও শেষ হচ্ছে না। জবাবে আদালত বলেন, অর্থপাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল (বিচার) হবে না?’

একপর্যায়ে দুদকের আইনজীবীকে প্রশ্ন করে আদালত বলেন, ‘কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট, পাচারের মামলায় সামারিলি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) হওয়া উচিত। যারা জনগণের টাকা আত্মসাৎ করে, তাদের শ্যুট ডাউন করা উচিত। এটাই তাদের শাস্তি হওয়া উচিত।’

এ সময় আদালত বেসিক ব্যাংকের চার হাজার কোটি অর্থপাচারেরর ঘটনায় দায়ের হওয়া সব মামলার সবশেষ তথ্য জানাতে নির্দেশ দেন। দুদককে এসব তথ্য জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

/বিআই/এনএআর/
সম্পর্কিত
২ কোটি টাকার চাল আত্মসাতের পর অবসরের আগে লাপাত্তা সরকারি কর্মকর্তা
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট