X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ৪ লাখ দর্শনার্থী, বিক্রিও দ্বিগুণ

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:২২

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ শুক্রবার (২৭ জানুয়ারি) প্রায় চার লাখ লোকের সমাগম ঘটেছে। মেলার ২৭তম দিনে সকাল থেকেই মেলায় যেমন মানুষের ঢল নেমেছে। তেমনি বিক্রি-বাট্টাও হয়েছে বেশি। আয়োজক ও ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলায় আজই সবচেয়ে বেশি ক্রেতা ও দর্শনার্থী এসেছেন। আর এতে করে বিক্রিও অন্য দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) দ্বিতীয় বারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার আসর বসে। মেলার শুরুর দিকে লোক সমাগম একেবারে ছিল না। শীতের তীব্রতা কিছুটা কমলে মেলার প্রথম শুক্রবারেই জমে ওঠে বাণিজ্য মেলা। পরের দিকে ধারাবাহিকভাবে ছুটির দিনগুলোতে আগের দিনের উপস্থিতি কাটিয়ে যায়। সেই ধারাবাহিকতা আজ শুক্রবার আগের সব রেকর্ড ভেঙে প্রায় চার লাখ লোকের সমাগম হয় মেলা প্রাঙ্গণে।

 

বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ৪ লাখ দর্শনার্থী, বিক্রিও দ্বিগুণ

শুক্রবার বিকালে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলায় আসতে শুরু করেন ক্রেতা ও দর্শনার্থীরা। জুমার নামাজের পর ঢল নামে মানুষের। এতে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এর মাঝে বিভিন্ন স্টল ঘুরে নানা পণ্যের দরদাম করছেন ক্রেতারা। স্টলগুলোতে ভিড়ের কারণে বিক্রেতাদের দম ফেলার সুযোগ নেই। কিছু কিছু স্টলে পা ফেলার জায়গা নেই।

সকালেই মেলা প্রাঙ্গণে এসেছেন রাকিবুল ইসলাম। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে এসেছেন এই কলেজ ছাত্র। তিনি বলেন, আজ মেলায় অনেক ভিড় হয়েছে। এ কারণে প্রচণ্ড ভিড়ের মধ্যে মেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার ভাই বোন ও মা বাবা মেলায় এসেছে। পরিবারের সবার জন্য অনেক কিছু কিনেছি।

বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ৪ লাখ দর্শনার্থী, বিক্রিও দ্বিগুণ

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মেলায় ঘুরতে এসেছেন নাদিয়া শারমিন। তিনি বলেন, শেষ সময় মেলায় অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এ কারণে শেষ সময় মেলায় কেনাকাটা করতে এসেছি। আমার মত অনেকে শেষ সময়ে মেলায় এসেছেন। তাছাড়া এরপর আর সাপ্তাহিক ছুটি নেই। একারণে আজ অনেক ভিড় হয়েছে।

অন্যান্য দিনের তুলনায় আজ দ্বিগুণেরও বেশি বিক্রি হয়েছে জানিয়েছেন সায়মন ফ্যাশনের মালিক মো. সায়েম। তিনি বলেন, ‘আজ শেষ শুক্রবার। এ কারণে ক্রেতাদের ভিড় বেশি, বেচা-বিক্রিও বেড়েছে। অন্য দিনের তুলনায় দ্বিগুণের বেশি বিক্রি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্লেজারের বিভিন্ন পণ্যের ওপরে মূল্য ছাড় দেওয়া হয়েছে। ব্লেজারের বিভিন্ন কোয়ালিটির পণ্য ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই ব্লেজারগুলো রেগুলার দাম রয়েছে ২২শ টাকা থেকে শুরু করে ২৬শ টাকা। মোদি কটি বিক্রি হচ্ছে ১৩০০ টাকায় যার পূর্ব মূল্য ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া ডেমিন ব্লেজারে দেওয়া হয়েছে গোল্ডেন অফার। এই ব্লেজার ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে।’

একইরকম তথ্য জানালেন অন্য স্টলের বিক্রেতা ও ব্যবসায়ীরাও। আজ সর্বোচ্চ লোক সমাগম হয়েছে, বেশিরভাগ ব্যবসায়ীরও মেলার সর্বোচ্চ বিক্রি-বাট্টা হয়েছে বলে জানিয়েছেন তারা। 

বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ৪ লাখ দর্শনার্থী, বিক্রিও দ্বিগুণ

মেলার আয়োজক সূত্রে জানা গেছে, মেলার শুরুতে আশানুরূপ ক্রেতা-দর্শনার্থী না থাকলেও দিন যত গড়িয়েছে লোক-সমাগম তত বেড়েছে। বিশেষ করে প্রতিটা ছুটির দিনেই ছিল উপচে পড়া ভিড়। মেলার শেষ দিকে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে। আজও মেলায় সাড়ে ৩ থেকে ৪ লাখ লোকের সমাগম হয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটির দিনে স্বাভাবিকভাবে অধিক লোক সমাগম হয়ে থাকে। আজ মেলায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ লোক সমাগম হয়েছে। বেচা বিক্রিও অনেক বেড়েছে। আজ এতো মানুষ হয়েছে যে, গেট দিয়ে মানুষজন ঠিকভাবে প্রবেশ করতে পারছে না। দর্শনার্থীরা কে, কার আগে যাবে; এ নিয়ে হুড়োহুড়ি করছে। তবে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না ‘

 সবকিছু বিবেচনায় মেলার সময় বাড়ানোর দাবিও জানিয়েছেন কেউ কেউ। তবে মেলার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, ‘মেলার সমাপনী তারিখ ঠিক হয়েছে, এটা পরিবর্তন করার সুযোগ নেই।’

মেলায় দেশি-বিদেশি ৩৩১ প্রতিষ্ঠানের স্টল রয়েছে জানিয়ে ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘এর মধ্যে কয়েকটি প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গত বছরের চেয়ে এবার ১০৬টি স্টল বেড়েছে। বিদেশি ১০ দেশের ১৭টি স্টল রয়েছে। এবার বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।’ 

বাণিজ্য মেলার শেষ শুক্রবারে ৪ লাখ দর্শনার্থী, বিক্রিও দ্বিগুণ

জানা গেছে, মেলায় খাদ্যপণ্যের মান এবং মূল্যের বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছেন আয়োজকরা। খাদ্যপণ্যের মূল্য নির্দিষ্ট থাকবে। মেলায় যাতায়াতে যাতে কোনও ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মেলায় যাতায়াতের সুবিধার জন্য গতবারের মতো বাস সার্ভিসের ব্যবস্থা আছে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০টি বিআরটিসি বাস চলাচল করছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এসব বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড় আছে। মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।

/এমএম/ইউএস/
সম্পর্কিত
যশোরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল আউয়াল মিন্টু‘ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় কোনও প্রভাব পড়বে না’
বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক
ক্রেতার ভিড় ও ধুম বিক্রির মধ্য দিয়ে পর্দা নামলো বাণিজ্য মেলার
সর্বশেষ খবর
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা