X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে আড়াইশ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৫:২০আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:২৪

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামন্য বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এছাড়া অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।  তবে এদিন উভয় পুঁজিবাজারে কমেছে লেনদেনের পরিমান।
উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন কমেছে ২৫৪ কোটি ৬৬ লাখ টাকার বেশি। যার মধ্যে ডিএসইতে কমেছে ২৪১ কোটি ৪৭ লাখ টাকা এবং সিএসইতে কমেছে ১৩ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই  ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনের চিত্র

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি ৪৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ২৪১ কোটি ৬৬ লাখ টাকার বেশি।
লেনদেন কমলেও প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৬৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৬ পয়েন্টে এবং ৫ দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেল, বেক্স ফার্মা, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ ইফাদ অটো।

সিএসইতে বৃহস্পতিবার লেনদেনের চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৫১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৩ কোটি ১৯ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৬৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৭২ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৫০ সূচকের কোনও পরিবর্তন না হয়ে ১ হাজার ৩ পয়েন্টেই অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক প্রায় এক পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭২ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লংকা-বাংলা ফিন্যান্, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্স ফার্মা, ওরিয়ন ফার্মা এবং আইটিসি।
/এসএনএইচ

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি