X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে বাড়তি দুই বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৭

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তার জন্য চলতি অর্থবছরে ঋণের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। তিনি জানান, বন্যাদুর্গদের উদ্ধার, বায়ু দূষণ রোধ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) দেওয়ার চেষ্টা করবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ও বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে সেক এই নতুন সহায়তার কথা বলেন। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই।

আবদৌলায়ে সেক বলেন, অতিরিক্ত ঋণদানের ফলে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে যে সফট লোন ও অনুদান দেবে তার পরিমাণ বাড়বে এবং বিদ্যমান প্রকল্পগুলোর তহবিল পুনর্বিবেচনার পর তা প্রায় ৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক

প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের এই কর্মকর্তাকে বলেন, বাংলাদেশের সংস্কারের অর্থায়ন এবং ১৫ বছরের ‘চরম অব্যবস্থাপনার’ পর নতুন যাত্রা পুনরায় শুরু করতে বিশ্বব্যাংককে অবশ্যই নমনীয় থাকতে হবে। আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে, আমাদের একটি বড় ধাক্কা দরকার এবং আমাদের শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোনিবেশ করতে হবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি চিফ পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে বাংলাদেশকে সাহায্য করতে রাজি হন। তিনি বলেন, তথ্যের স্বচ্ছতা, কর সংগ্রহের ডিজিটালাইজেশন এবং আর্থিক খাতের সংস্কারের ক্ষেত্রেও ব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে চায়।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠানগুলো ঠিক করার এবং বড় ধরনের সংস্কারের যে সুযোগ পেয়েছে তা  হারাতে পারে না। একবার হারিয়ে ফেললে তা আর ফিরে আসবে না।

আবদৌলায়ে সেক জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, আমার ৩০বছরের কর্মজীবনে আমি কোথাও এমনটা দেখিনি। আমাদের উচিত তাদের সহায়তা করা।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
৯ মাসেই আগের বছরের সমান ঋণ পরিশোধ, কমেছে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি
শান্তির হাত বাড়াতে হবে, যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে: প্রধান উপদেষ্টা
মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক
সর্বশেষ খবর
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি