X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

সহজ ভ্যাট ব্যবস্থাপনা ও উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৭:১১আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১১

বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে, তার মধ্যে আইনশৃঙ্খলার অবনতি, ব্যবসায়িক হয়রানি, ঋণের উচ্চ সুদহার, জটিল ভ্যাট ও আয়কর ব্যবস্থা এবং যানজটের কারণে বিনিয়োগ পরিস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২৬ এপ্রিল) টোকিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, আইনশৃঙ্খলা, আয়কর ও ভ্যাট, মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার এবং যানজট’ বিষয়ক মতবিনিময় সভায় ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর এলাকার ব্যবসায়ী প্রতিনিধিরা এ মত প্রকাশ করেন। সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মো. আলমগীর কবির।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বিশেষ করে কর ও ভ্যাট ব্যবস্থার জটিলতা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সংকট, আমদানি-রফতানির দীর্ঘসূত্রিতা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের হয়রানি না করে কর ও ভ্যাট ব্যবস্থাকে সহজতর করতে হবে।’

তিনি আসন্ন বাজেটে উৎসে কর কমানো, মূসক হার একক অঙ্কে নির্ধারণ এবং অনানুষ্ঠানিক খাতে ১ শতাংশ মূসক নির্ধারণের প্রস্তাব রাখেন। একইসঙ্গে ভ্যাট আপ চালু ও রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের আহ্বান জানান, যাতে ব্যবসায়িক পরিবেশ উন্নত হয় এবং রাজস্ব আয় বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে ঋণের সীমা বাড়ানো হয়েছে এবং মেয়াদি ঋণের মেয়াদ ৫ বছর থেকে ৭ বছরে উন্নীত করা হয়েছে। এসএমই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে, যেখানে ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাওয়া যাচ্ছে; নারী উদ্যোক্তাদের জন্য এ হার মাত্র ৫ শতাংশ।’

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. মিলন শেখ জানান, মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ভ্যাট আদায়ে ১৫-২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘মোবাইল অ্যাপের মাধ্যমে ভ্যাট দেওয়ার সুবিধা চালুর উদ্যোগ সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।’

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর কবির জানান, গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং চাঁদাবাজি দমনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেফতার করেছে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানা বলেন, ‘যানজট নিরসনে জনসচেতনতা বাড়ানো ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।’

মুক্ত আলোচনায় টোকিও স্কয়ার দোকান মালিক সমিতির সদস্য মোহাম্মদ হীরু ও ফারুক আহমেদ, রাপা প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেন, টাউন হল বাজার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি লুৎফর রহমান বাবুলসহ অনেকে ব্যবসায়িক হয়রানি রোধ, ঋণের সুদহার কমানো, ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, চাঁদাবাজি দমন ও যানজট নিরসনের দাবি জানান।

সভায় ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি মো. সালেম সোলায়মান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২৭টি প্রতিষ্ঠানকে ডিসিসিআই’র নতুন সদস্যপদ দেওয়া হয়। সভাপতি তাসকীন আহমেদ তাদের হাতে সদস্যপদ সনদ তুলে দেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড
চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী, ব্যাগসহ টেনেহিঁচড়ে নিয়ে গেলো নারীকে
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট