X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

আন্দোলনের মধ্যেই এনবিআরের ৫ কর্মকর্তাকে হঠাৎ বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুন ২০২৫, ২২:৩২আপডেট : ২২ জুন ২০২৫, ২২:৩২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে কর প্রশাসন।

রবিবার (২২ জুন) জারি করা এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়, যা এনবিআর অভ্যন্তরে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।

বদলিকৃত কর্মকর্তারা হলেন— উপ কর কমিশনার শাহ্ মোহাম্মদ ফজলে এলাহী, যিনি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ময়মনসিংহ কর অঞ্চলে বদলি হয়েছেন; উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, যিনি কর অঞ্চল-১৬ (ঢাকা) থেকে খুলনা কর অঞ্চলে; এবং উপ কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফ, যিনি এনবিআর বোর্ড অফিস থেকে বগুড়া কর অঞ্চলে বদলি হয়েছেন।

এছাড়া উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা ইউনিট থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা থেকে রংপুর কর অঞ্চলে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী মঙ্গলবারের (২৫ জুন) মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে এবং সোমবারের (২৪ জুন) মধ্যে বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করতে হবে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও আয়কর কাঠামো পুনর্বিন্যাস নিয়ে কয়েক মাস ধরে চলমান অসন্তোষের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। গত মে মাসে এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগ— রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’তে বিভক্ত করে অধ্যাদেশ জারি করার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচির মতো আন্দোলনে যুক্ত হন।

সরকার শুরুতে আলোচনা ও সমঝোতার আশ্বাস দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করলেও কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনড় থাকেন। তারা এনবিআর প্রধান কার্যালয়ে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

এমন প্রেক্ষাপটে আজ এই হঠাৎ বদলি নির্দেশ অনেকের কাছেই আন্দোলনের চাপ মোকাবিলার কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার (২৩ জুন) ঢাকাসহ দেশজুড়ে এনবিআর দফতরগুলোতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বিশ্লেষকরা মনে করছেন, এনবিআরের ভেতরে এ ধরনের দ্বন্দ্ব ও সংকট চলতে থাকলে রাজস্ব আদায়ের গতিপ্রবাহ এবং নীতিনির্ধারণী কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় আরও তিন কর পরিদর্শক বরখাস্ত
এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান সাময়িক বরখাস্ত
গতবারের চেয়ে জুনে ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায়
সর্বশেষ খবর
পোশাকে ছাড় দিচ্ছে লা রিভ
পোশাকে ছাড় দিচ্ছে লা রিভ
ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক
ভুটানে সাবিনা ও ঋতুপর্ণার ডাবল হ্যাটট্রিক
দুই পাইলটের শেষ কথোপকথন, জানা গেল অনেক কিছু
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাদুই পাইলটের শেষ কথোপকথন, জানা গেল অনেক কিছু
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতার দায় কার
গোপালগঞ্জে সহিংসতার দায় কার