X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৫৩, সিএসইতে কমেছে ৮১ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৫:৩৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:৩৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন হয়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৩ সয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে প্রায় ৮১ পয়েন্ট।

গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ২১ কোটি ৫৩ লাখ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে প্রায় ৩১৭ কোটি ৫১ লাখ টাকা। গত রবিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ২৯৫ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৭ কোটি ৯১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ১১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ১৯ কোটি ৮০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ পয়েন্টে এবং ২০ দশমিক ৩১ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২১০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল, ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, এএফসি অ্যাগ্রো, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, স্কয়ার ফার্মা, ইফাদ অটো, বেক্সিমকো লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
সোমবার সিএসইতে লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৯ কোটি ৬০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮০ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ পয়েন্ট কমে ৯৬০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৮ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৫৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ড্রাগন সোয়েটার, কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল, ডেল্টা-ব্রাক হাউজিং, প্রাইম লাইফ ইন্সুরেন্স, আমান ফিড, বিএসআরএম লিমিটেড, আইটিসি, বেক্সিমকো লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ